দেশজুড়ে

সিরিজ বোমা হামলা: চুয়াডাঙ্গায় জেএমবি সদস্যের যাবজ্জীবন

চুয়াডাঙ্গায় সিরিজ বোমা হামলা মামলায় এক জেএমবি সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় আসামির উপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের ভারপ্রাপ্ত বিচারক লুৎফর রহমান শিশির।

সাজাপ্রাপ্ত জেএমবি সদস্য সাইফুল ইসলাম ওরফে রাকিব (৩৬) বাগেরহাটের মোরেলগঞ্জ থানার পঞ্চকরণ গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

ঘটনার সাড়ে ১৭ বছর পর ১৮ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণ শেষে মামলার এ রায় দেওয়া হলো।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ১৭ আগস্ট সকালে চুয়াডাঙ্গা শহরের আদালত চত্বরসহ পুরাতন জেলখানা এলাকায় বোমা বিস্ফোরণ ঘটায় জেএমবি। এতে দুজন আহত হন। এ ঘটনার পর তৎকালীন চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মোতালেব বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করেন।

২০০৬ সালের ২৭ আগস্ট জেএমবি সদস্য শাইফুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। প্রথমে চুয়াডাঙ্গা সদর থানার এসআই আবদুল মোতালেবকে এ মামলার তদন্তভার দেয়া হয়। পরে অধিকতর তদন্তের জন্য মামলাটি পুলিশের গোয়েন্দা বিভাগে (ডিবি) হস্তান্তর করা হয়।

দীর্ঘ তদন্ত শেষে ২০০৭ সালের ৮ মার্চ জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক কামরুজ্জামান খান চার্জশিট দাখিল করেন। ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ মঙ্গলবার জনাকীর্ণ আদালতে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের ভারপ্রাপ্ত বিচারক লুৎফর রহমান শিশির শাইফুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।

সালাউদ্দীন কাজল/এফএ/জেআইএম