জয়পুরহাটের পাঁচবিবির উপজেলার কুসুম্বা ইউনিয়ন নির্বাচনে জিহাদ মণ্ডল (নৌকা) বিজয়ী হয়েছেন।
সোমবার (৭ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘নির্বাচনে জিহাদ মণ্ডল ১৫ হাজার ৪৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী পেয়েছেন পাঁচ হাজার ৫২ ভোট।’
সপ্তম ধাপের ইউপি নির্বাচনে পাঁচবিবি উপজেলার দুই ইউপিতে ভোট হওয়ার কথা থাকলেও রোববার (৬ ফেব্রুয়ারি) রাতে আওলাই ইউনিয়নে ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন।
শহিদুল ইসলাম আরও জানান, কুসুম্বা ইউনিয়নে ২৩ হাজার ৫৭৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে দুজন, সংরক্ষিত মহিলা সদস্য ১২ জন, পুরুষ সদস্য ৩৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তবে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী ছাড়া অন্য কোনো দল অংশগ্রহণ করেনি।
রাশেদুজ্জামান/আরএইচ/এমএস