ঠাকুরগাঁও সদর উপজেলার দুই ইউনিয়নে নৌকা ও স্বতন্ত্রপ্রার্থীর জয় হয়েছে। সোমবার (৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম বিজয়ীদের নাম ঘোষণা করেন।
তিনি বলেন, নির্বাচনে উপজেলার বড়গাঁও ইউনিয়নের নৌকার প্রার্থী ফয়জুর রহমান ও সেনুয়া ইউনিয়নে স্বতন্ত্রপ্রার্থী মতিউর রহমান মতি মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন।
রেজাউল করিম আরও বলেন, বড়গাঁও ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী প্রার্থী ফয়জুর রহমান পেয়েছেন পাঁচ হাজার ৯১৩ ভোট। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী আবু সাঈদ নূর আলম ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন তিন হাজার ১৫৯ ভোট এবং ইসলামী আন্দোলন মনোনীত হাত পাখা প্রার্থী আব্দুল গফুর পেয়েছেন ৪৯১ ভোট।
অপরদিকে সেনুয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নোবেল কুমার সিংহকে পরাজিত করে বিজয়ী হয়েছেন স্বতন্ত্রপ্রার্থী মতিউর রহমান মতি। তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে দুই ৩২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকে পেয়েছেন এক ৯৫৮ ভোট, মো. আশরাফুল ইসলাম চশমা প্রতীকে পেয়েছেন এক ৩৩২ ভোট এবং ঘোড়া প্রতীক নিয়ে মতিয়ার রহমান পেয়েছেন ১৮১ ভোট।’
তানভীর হাসান তানু/আরএইচ/এমএস