দেশজুড়ে

চুয়াডাঙ্গার তিতুদহ ইউনিয়নে নৌকার জয়

চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী মো. শুকুর আলী নির্বাচিত হয়েছেন।

সোমবার (৭ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘নির্বাচনে মো. শুকুর আলী পেয়েছেন পাঁচ হাজার ৫৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্রপ্রার্থী মো. মিজানুর রহমান টিপু (আনারস) প্রতীকে পেয়েছেন চার হাজার ৩ ৭৯ ভোট।’

এ ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ১৬০ জন এবং মহিলা ভোটার ৭ হাজার ৯১৪ জন।

সালাউদ্দীন কাজল/আরএইচ/এমএস