দেশজুড়ে

মাদারীপুরে কৃষকলীগ নেতা হত্যা: বসতবাড়ি ও ইটভাটায় অগ্নিসংযোগ

মাদারীপুরের কালকিনিতে কৃষকলীগ নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িসহ বেশ কয়েকটি বসতঘর ও ইটভাটায় অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় আলিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফিুজুর রহমান মিলন সরদারের বসতঘরে লুটপাট শেষে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধরা। মিলন সরদারের মালিকানাধীন একটি ইটভাটায়ও আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। পরে ফাযার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এসব ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে আগুন দেওয়ার ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের ফাসিয়াতলা বাজারের ব্রিজের পাশে কৃষকলীগ নেতা ও কাপড় ব্যবসায়ী মানিক সরদারকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান হাফিুজুর রহমান মিলন সরদারকে দায়ী করে আসছেন নিহতের পরিবার ও সমর্থকরা। এর জেরেই এ হামলা ও অগ্নিসংযোগ করা হয়। নিহত মানিক সরদার (৩৫) কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কালিনগরের আলমগীর সরদারের ছেলে। তিনি কালকিনি উপজেলা কৃষকলীগের কৃষি বিষয়ক সম্পাদক ছিলেন।

মাদারীপুর ফায়ার সার্ভিস কর্মকর্তা নূর মোহাম্মদ শিকদার জানান, আমরা সন্ধ্যা সাড়ে সাতটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসি। এরপর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট দিয়ে অগুন নিয়ন্ত্রণে আনি। এঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মাদারীপুরের পুলিশ সুপার (এসপি) গোলাম রাসেল মিয়া (পিপিএম) জানান, হত্যাকাণ্ডের শিকার কৃষকলীগ নেতার জানাজা শেষে কিছু বিক্ষুব্ধ জনতা সাবেক চেয়ারম্যান হাফিুজুর রহমান মিলন সরদারের মালিকানাধীন বাড়ি ঘর ও একটি ইট ভাটায় আগুন দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ কে এম নাসিরুল হক/কেএসআর