দেশজুড়ে

কৃষকলীগ নেতা হত্যা মামলায় গ্রেফতার ২

মাদারীপুরের কালকিনি উপজেলা কৃষকলীগ নেতা মানিক সরদার হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৯ ফেব্রুয়ারি) ভোরে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- অসিম মুন্সি ও মকবুল আলি।

মামলা সূত্রে জানা যায়, গত ৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের ফাসিয়াতলা বাজারের ব্রিজের পাশে কৃষকলীগ নেতা মানিক সরদারকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতর স্ত্রী সুমা বেগম বাদী হয়ে ৮ ফেব্রুয়ারি দিনগত রাত ১২টার দিকে কালকিনি থানায় হত্যা মামলা করেন।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আশফাক রাসেল জাগো নিউজকে বলেন, কৃষকলীগ হত্যা মামলায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এ কে এম নাসিরুল হক/এসজে/এএসএম