পরকীয়ার জেরে ধারালো অস্ত্রের আঘাতে ছোট ভাইকে হত্যায় তানজির আহম্মেদ নামের একজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দীলিপ কুমার ভৌমিক এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারুক আহম্মেদ প্রিন্স জানান, জেলার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের কান্দিপাড়া গ্রামের সাগর সরকারের স্ত্রীর সঙ্গে বড় ভাই তানজির আহম্মেদের পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। এ ঘটনা টের পেয়ে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়।
২০২০ সালের ৬ জানুয়ারি রাতে তানজির আহম্মেদ তার ছোট ভাই সাগর আহম্মেদকে পলাশবাড়ি উপজেলার ভগবানপুর গ্রামের নির্জন স্থানে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। তারপর মরদেহ একটি পরিত্যক্ত স্থানে ফেলে দেন। পরদিন স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করে।
জাহিদ খন্দকার/আরএইচ/জিকেএস