পটুয়াখালীর কলাপাড়ায় গাড়িতে ওঠানোর সময় গাছ ছিটকে চাপা পড়ে সুরাইয়া (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের রসুলপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু সুরাইয়া পার্শ্ববর্তী উপজেলা আমতলীর কাউনিয়া গ্রামের সাইদুর রহমানের মেয়ে। সে তৃতীয় শ্রেণিতে পড়তো।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এক সপ্তাহ আগে রসুলপুর গ্রামের নানাবাড়িতে বেড়াতে আসে শিশু সুরাইয়া। আজ দুপুরে ওই বাড়ির সামনের রাস্তা থেকে একটি রেইনট্রি গাছ টমটমে (ইঞ্জিনচালিত ছোট গাড়ি) উঠাচ্ছিলেন বাড়ির লোকজন। এসময় গাছটি ছিটকে ওই শিশুর গায়ে পড়ে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম বলেন, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনো লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আসাদুজ্জামান মিরাজ/এসআর/জিকেএস