দেশজুড়ে

স্কুলছাত্রীকে অপহরণ করে থানায় ভিডিও কল অপহরণকারীর!

নোয়াখালীর কোম্পানীগঞ্জে দশম শ্রেণির এক ছাত্রীকে (১৫) অস্ত্রের মুখে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আসামি করে একটি মামলা করেছে ওই ছাত্রীর পরিবার। মামলার পর থানায় ভিডিও কল করে কথা বলেছে অপহরণকারী।

বুধবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সিরাজপুর ইউনিয়নের শাহজাদপুর গ্রামের উত্তর মুছাপুর এলাকায় অপহরণের এ ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার (১১ ফেব্রুয়ারি) তিনজনকে আসামি করে অপহরণ মামলা করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও ছাত্রীর পরিবার সূত্র জানায়, শাহজাদপুর উচ্চ বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতেন বসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের জামাল উদ্দিনের ছেলে বখাটে জয়নাল আবদীন জয় (২২)। বিষয়টি তার পরিবারকে বলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। বুধবার সকাল ১০টার দিকে ওই ছাত্রী তার বান্ধবীসহ প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। এসময় একই এলাকার আবুল হোসেনের ছেলে মো. আকাশসহ (৩০) কয়েকজনকে সঙ্গে নিয়ে অস্ত্রের মুখে তাকে অপহরণ করেন জয়।

মামলার বাদী মো. শাহাদাত (৩৮) বলেন, ‘ওই ছাত্রী আমার ভাতিজি। তাকে উত্ত্যক্তের বিষয়টি আসামির পরিবারকে জানালে তার বড় ভাই মো. ফারুকসহ লোকজন আমাদের বিভিন্ন হুমকি-ধমকি দেন। বুধবার সকালে অপহরণের ঘটনা ঘটে।’

থানার একটি সূত্র জানায়, থানায় মামলার খবরে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাতে আসামি জয়নাল আবদীন জয় থানায় ভিডিও কল দেন। তার দাবি, ওই ছাত্রী স্বেচ্ছায় তার সঙ্গে পালিয়ে গেছে। তবে তাকে কোথায় রাখা হয়েছে তা জানাননি তিনি।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন জাগো নিউজকে বলেন, ‘আসামি কী বললো তা দেখার বিষয় নয়। অপ্রাপ্তবয়স্ক স্কুলছাত্রী অপহরণের ঘটনায় মামলা হয়েছে। প্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করে ওই কিশোরীকে উদ্ধারের চেষ্টা চলছে।’

ইকবাল হোসেন মজনু/এসআর/এএসএম