গাইবান্ধার গোবিন্দগঞ্জে খোকন মিয়া (৩৪) নামের এক মাদকসক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ করেছে তার পরিবার।
শনিবার (১২ ফ্রেব্রুয়ারি) দুপুরে উপজেলার রাজাহার ইউনিয়নের রাজাবিরাট নয়াপাড়া থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। খোকন মিয়া রাজাবিরাট নয়াপাড়া গ্রামের মৃত আশরাফ আলীর পুত্র।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দীন জানান, খোকন মাদকাসক্ত। মাদক কিনতে মাঝে মধ্যেই প্রতিবেশীসহ বিভিন্ন এলাকায় সে চুরি করতো।
তার পরিবার অভিযোগ, শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাতে খোকন মিয়া বাড়ী থেকে বের হয়। এরপর রাজাবিরাট সাঁওতাল পাড়ায় চুরি করতে গিয়ে ধরা পরলে স্থানীয়দের পিটুনিতে আহত হয়। পরে শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে তার মৃত্যু হয়।
ওসি আরও জানান, বিষয়টি তদন্ত চলছে। এ ব্যাপারে মামলার পক্রিয়া চলছে।
জাহিদ খন্দকার/এএইচ/এএসএম