দেশজুড়ে

মেঘনায় বাল্কহেড ডুবে নিখোঁজ শ্রমিককে উদ্ধারে অভিযান চলছে

নারায়ণগঞ্জের চরকিশোরগঞ্জ এলাকায় মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চ সুরভী-৭ এর ধাক্কায় বালুবাহী বাল্কহেড ডুবে একজন নিখোঁজ হন। নিখোঁজ শ্রমিক মোতালেবের (৫৫) সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছে নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবরি দল। তবে এখন পর্যন্ত নিখোঁজের সন্ধান পাওয়া যায়নি।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উদ্ধার অভিযানে অংশ নেয় ডুবুরি দল। এর আগে বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

কলাগাছিয়া নৌপুলিশ ফাঁড়ির এসআই উদয় বরণ সরকার জানান, ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিলো যাত্রীবাহী লঞ্চ সুরভী-৭। পথে রাত পৌনে ১১টার দিকে লঞ্চটি চরকিশোরগঞ্জ এলাকায় পৌঁছালে চাঁদপুর থেকে ঢাকার ডেমরাগামী বালুবাহী বাল্কহেডকে ধাক্কা দেয়। এতে ৬ শ্রমিকসহ ডুবে যায় নৌযানটি। তাদের মধ্যে ৪ জন সাঁতরে তীরে ও একজন অপর একটি লঞ্চে ওঠেন। তবে নিখোঁজ রয়েছেন একজন। নিখোঁজ শ্রমিকের সন্ধানে ডুবুরি দল কাজ শুরু করেছে। দুর্ঘটনার বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

এদিকে দুর্ঘটনা কবলি লঞ্চটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে লঞ্চে থাকা যাত্রীদের নিরাপদে অপর আরেকটি লঞ্চে গন্তব্যে পাঠানো হয়েছে।

আরাফাত রায়হান সাকিব/এফএ/জেআইএম