দেশজুড়ে

জয়পুরহাটে ইউপি চেয়ারম্যান কারাগারে

জয়পুরহাট সদর উপজেলার আমদই ইউনিয়নের চেয়ারম্যান শাহানুর রহমান সাবুকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে শহরের ধানমন্ডি এলাকার পূর্ব বাজার থেকে তাকে আটক করা হয়। পরে সন্ধ্যায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান জানান, সেনা সদস্য রুহুল আমিনসহ তার পরিবারের কয়েক জন সদস্য পারিবারিক সমস্যায় পড়েন। বিষয়টি নিয়ে বুধবার দুপুরে সেনা সদস্য পরিবারের প্রতিপক্ষরা চেয়ারম্যানের কাছে অভিযোগ দেন। সালিশ বৈঠক চলাকালে উভয়পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

এ ব্যাপারে সেনা সদস্য রুহুল আমিনের চাচা একই গ্রামের মাহফুজুল আমদই ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্যসহ চার জনের নামসহ অজ্ঞাত আরও ৩-৪ জনকে আসামি করে মামলা করেন। পরে বিকেলে ইউপি চেয়ারম্যানকে আটক করে সন্ধ্যায় থানায় সোপর্দ করেন। পরে রাতেই তাকে কারাগারে পাঠানো হয়। জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম জানান, সদর থানার একটি মামলায় চেয়ারম্যান শাহানুর আলম সাবুকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।

রাশেদুজ্জামান/আরএইচ/জিকেএস