ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের আকচা মুন্সি পাড়া গ্রামে নেই শহীদ মিনার। তাই সোমবার (২১ ফেব্রুয়ারি) শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ওই বাঁশের তৈরি শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন শিক্ষার্থী ও গ্রামবাসী।
গ্রামের শামসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বাঁশ দিয়ে অস্থায়ী শহিদ মিনারটি নির্মাণ করেছে নবগঠিত সামাজিক সংগঠন আকচা তরুণ শক্তি (আতশ)।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তাদের গ্রামটি খুব অবহেলিত। এখানে কোনো শহিদ মিনার নেই। রাস্তাঘাটের বেহাল দশা। তাই ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে একটি শহীদ মিনারের দাবি জানান তারা।
গ্রামের একাদশ শ্রেণীর শিক্ষার্থী সিয়াম জানায়, ‘নিজের গ্রামে কৃত্রিম শহীদ মিনার দেখে মনে হচ্ছে আমার গ্রামটা কতটা পিছিয়ে রয়েছে। অথচ এটি শহর সংলগ্ন একটি গ্রাম। কিন্তু দেখে মনে হবে না। এর চেয়ে অনুন্নত আর বঞ্চিত গ্রাম দেশে খুব কম রয়েছে।’
স্থানীয় বাসিন্দা নার্গিস বেগম বলেন, ‘আমি আমার সন্তানকে নিয়ে এখানেই এসেছি। কিছু করার নেই। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাবো। আমার মেয়ে বলছে বইয়ের ছবিতে যে শহিদ মিনার দেখেছে সেটা এটা নয়। আজ এখানে একটা শহীদ মিনার সময়ের দাবি।’
আতশের সাধারণ সম্পাদক আজিজুল হক বলেন, অন্য বিদ্যালয়গুলোতে শহীদ মিনার চোখে পড়ে। কিন্তু আমাদের গ্রামের বিদ্যালয়টি এখনো বঞ্চিত। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শহীদ মিনার যত দ্রুত সম্ভব দেওয়া উচিৎ। নয়তো প্রজন্ম আগাতে গিয়ে পদে পদে বাঁধার সম্মুখীন হবে। আমরা একটা স্থায়ী শহীদ মিনার চাই।
তানভীর হাসান তানু/এসজে/জেআইএম