খেলাধুলা

বাংলাদেশ-আফগানিস্তান প্রথম ওয়ানডে আজ, পরিসংখ্যান এক নজরে

ওয়ানডেতে দুই দলের খুব একটা দেখা হয় না। এর আগে দ্বিপাক্ষিক সিরিজ হয়েছে মাত্র একটি। ২০১৬ সালে ঘরের মাঠে যে সিরিজে আফগানিস্তানকে ২-১ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ।

সব মিলিয়ে আফগানিস্তানের সঙ্গে ওয়ানডেতে মোট আটবার মুখোমুখি হয়েছে টাইগাররা। এর মধ্যে জয়ের পাল্লা ভারি তাদেরই। বাংলাদেশ জিতেছে ৫টি ম্যাচ, আফগানদের জয় ৩টিতে।

আজ (মঙ্গলবার) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বেলা ১১টায় ফের মুখোমুখি হচ্ছে দুই দল। সিরিজের প্রথম ওয়ানডের আগে চলুন এক নজরে দেখে নেওয়া যাক পরিসংখ্যান।

বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডেতে মুখোমুখি: ৮ বারবাংলাদেশের জয়: ৫টিআফগানিস্তানের জয়: ৩টি

সর্বোচ্চ দলীয় সংগ্রহবাংলাদেশ: ২৭৯/৮ (মিরপুর, ২০১৬)আফগানিস্তান: ২৫৮/১০ (মিরপুর, ২০১৬)

সর্বনিম্ন দলীয় সংগ্রহবাংলাদেশ: ১১৯/১০ (আবুধাবি, ২০১৮)আফগানিস্তান: ১৩৮/১০ (মিরপুর, ২০১৬)

সবচেয়ে বড় জয়বাংলাদেশ: ১৪১ রানে (মিরপুর, ২০১৬)আফগানিস্তান: ১৩৬ রানে (আবুধাবি, ২০১৮)

সবচেয়ে ছোট জয়বাংলাদেশ: ৩ রানে (আবুধাবি, ২০১৮)আফগানিস্তান: ২ উইকেটে (মিরপুর, ২০১৬)

ব্যক্তিগত সর্বোচ্চ রানবাংলাদেশ: তামিম ইকবাল (৫ ম্যাচে ২৭৩)আফগানিস্তান: হাশমতউল্লাহ শহিদি (৬ ম্যাচে ২২৬)

ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসবাংলাদেশ: তামিম ইকবাল-১১৮ (মিরপুর, ২০১৬)আফগানিস্তান: আসঘর আফগান-৯০* (ফতুল্লা, ২০১৪)

সেরা জুটিবাংলাদেশ: ১৪০-তামিম ইকবাল ও সাব্বির রহমান (মিরপুর, ২০১৬)আফগানিস্তান: ১৬৪-আসঘর আফগান ও সামিউল্লাহ সিনওয়ারি (ফতুল্লা, ২০১৪)

সর্বোচ্চ উইকেটবাংলাদেশ: সাকিব আল হাসান (৭ ম্যাচে ১৮ উইকেট)আফগানিস্তান: মোহাম্মদ নাবি (৮ ম্যাচে ১২ উইকেট)

সেরা বোলিং ফিগারবাংলাদেশ: সাকিব আল হাসান-৫/২৯ (সাউদাম্পটন,২০১৯)আফগানিস্তান: দৌলত জাদরান-৪/৭৩ (মিরপুর, ২০১৬)।

এমএমআর/এএসএম