সিরাজগঞ্জ থেকে বরিশালের চরমোনাই মাহফিলগামী একটি ট্রলারডুবির ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সদর উপজেলার নলচর সংলগ্ন আড়িয়াল খাঁ নদী থেকে বুধবার দুপুর পৌনে ১টা পর্যন্ত মরদেহগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনো নিখোঁজ দুজন।
বরিশাল নৌ-ফায়ার স্টেশন অফিসার খোরশেদ আলম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
খোরশেদ আলম জানান, মঙ্গলবার রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ওই ট্রলারে ৪৫ জন যাত্রী ছিলেন। তাদের সবার বাড়ি সিরাজগঞ্জে। একটি যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়।
তিনি আরও বলেন, নিহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। উদ্ধারকাজ চলমান। এ ঘটনায় এখনও দুজন নিখোঁজ।
সাইফ আমীন/এফএ/জেআইএম