ক্যাম্পাস

ধর্ষণের বিচার দাবিতে বশেমুরবিপ্রবিতে প্রতীকী ফাঁসি মিছিল

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় বিচার দাবিতে প্রতীকী ফাঁসি সম্বলিত মিছিল হয়েছে।

রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ মিছিল বের করা হয়। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা ধর্ষণের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডেরও দাবি জানান।

এর আগে, সকাল ১০টায় সংঘবদ্ধ ধর্ষণের মতো জঘন্যতম ঘটনার প্রতিবাদ, দোষীদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং শিক্ষক-শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের গোপালগঞ্জ জেলা পরিবার। এ সময় শিক্ষার্থী-শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, শিক্ষার্থীদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আজ বিকেল ৩টায় অনাবাসিক গোপালগঞ্জের মেস/বাসা মালিকদের সঙ্গে উপাচার্য ড. এ কিউ এম মাহবুব আলোচনা করবেন।

২৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার বিশ্ববিদ্যালয় ছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। যার বিচার চেয়ে শিক্ষার্থীরা প্রথমে সদর থানা এবং পরে মহাসড়ক অবরোধ করেন। এ সময় স্থানীয় সন্ত্রাসীদের হামলায় উপাচার্য ড. এ কিউ এম মাহবুবসহ একাধিক শিক্ষক ও শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন।

এসজে/জেআইএম