প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা চলছে: বশেমুরবিপ্রবি উপাচার্য
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ, শিক্ষক-শিক্ষার্থীর ওপর হামলার বিচার ও শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে এসে এ তথ্য জানান উপাচার্য।
উপাচার্য বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষার্থীদের সরাসরি কথোপকথনের জন্য ভিডিও কনফারেন্স আয়োজন করার চেষ্টা চালানো হচ্ছে। শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা করা হবে।
আপাতত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, আপাতত বন্ধ হচ্ছে না। তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সব ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের সতর্কভাবে চলাফেরারও পরামর্শ দেন তিনি। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয় নিয়ে কথা বলেন।
গত বুধবার (২৩ ফেব্রুয়ারি) বশেমুরবিপ্রবির এক শিক্ষার্থী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। এ ঘটনায় শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) র্যাব অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করেছে। এর আগে পুলিশ দুই দফায় চারজনকে গ্রেফতার করে।
এমআরআর/জেআইএম