দেশজুড়ে

ফেনীতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

ফেনীতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবদুল কাদেরকে (৫৫) গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। আবদুল কাদের পাঠাননগর ইউনিয়নের সাহাব উদ্দিনের ছেলে।

এর আগে শনিবার রাতে জেলার ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের কাচারি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় কাচারি বাজার সংলগ্ন একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, র‌্যাবের হাতে গ্রেফতার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবদুল কাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দীর্ঘ ২০ বছর পর আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে আবদুল কাদেরকে মৃত্যুদণ্ডের আদেশ দেন বিচারক।

নুর উল্লাহ কায়সার/আরএইচ/জিকএস