স্ত্রী হত্যার ২০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৭:৫০ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২২
ফাইল ছবি

ফেনীর ছাগলনাইয়ায় স্ত্রীকে হত্যার দায়ে ২০ বছর পর আবদুল কাদের (৪৬) নামের এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ওসমান হায়দার এ রায় ঘোষণা করেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আবদুল কাদের ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের মৃত সাহাব উদ্দিনের ছেলে। তিনি এ মামলায় জামিনে মুক্তির পর থেকে পলাতক।

মামলার এজাহার সূত্র জানায়, পশ্চিম পাঠাননগর গ্রামের আবদুল কাদেরের সঙ্গে একই এলাকার আবু তারার বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন আবু তারার পরিবারকে চাপ দিতে থাকেন কাদের ও তার পরিবারের সদস্যরা। যৌতুক না পেয়ে ২০০১ সালের ১৫ এপ্রিল ওই গৃহবধূকে বেধড়ক মারধর করেন স্বামীসহ তার পরিবারের সদস্যরা। এ ঘটনায় ওই রাতেই আবু তারা মারা যান।

পরদিন গৃহবধূর বাবা মোহাম্মদ আলী ছাগলনাইয়া থানায় হত্যা মামলা করেন। একই বছরের ৩১ জুলাই উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান ঘটনাটি তদন্ত করে পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

মামলার যাবতীয় কার্যক্রম শেষে বৃহস্পতিবার চার আসামিকে বেকসুর খালাস, আবদুল কাদেরের মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন বিচারক।

ফেনীর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) ফরিদ আহমেদ হাজারী জাগো নিউজকে রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আসামির অনুপস্থিতিতেই আদালত এ রায় ঘোষণা করেছেন।

নুর উল্লাহ কায়সার/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।