নাটোরের গুরুদাসপুরে খুবজীপুর এম হক ডিগ্রি কলেজের এক শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব দেওয়ার ঘটনায় বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। তালা দিয়ে বিক্ষোভ করায় প্রায় সাড়ে ৩ ঘণ্টা অবরুদ্ধ ছিলেন সে কলেজের অধ্যক্ষ।
মঙ্গলবার (৮ মার্চ) সকালে বিক্ষোভ শেষে অভিযুক্ত জাকির হোসেনকে চাকরিচ্যুত করে বিচারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী।
একাধিক শিক্ষার্থী জানান, সকাল ১০টার দিকে কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী মো. জাকির হোসেন ওই ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করেন। বিষয়টি জানাজানি হলে অপরাপর শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে অধ্যক্ষের কার্যালয়সহ কলেজের বিভিন্ন কক্ষে তালা দিয়ে প্রায় ৩ ঘণ্টা বিক্ষোভ করেন তারা।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তমাল হোসেন ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিলে দুপুর দেড়টার দিকে তালা খুলে দেন শিক্ষার্থীরা। এসময় পুলিশ অভিযুক্ত জাকির হোসেনকে আটক করে।
এ বিষয়ে কলেজ অধ্যক্ষ মো. আবু সাঈদ বলেন, ইভটিজিংয়ের ঘটনা সমাধানের কথা বলা হয়েছিল। তারপরও শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তমাল হোসেন জানান, ক্যাম্পাসে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রেজাউল করিম রেজা/আরএইচ/এমএস