কিশোরগঞ্জের কুলিয়ারচরে পৈত্রিক সম্পত্তির ভাগ চাওয়ায় মো. তাহের মিয়া (৪২) নামে মালয়েশিয়া প্রবাসী এক ব্যক্তিকে গাছের সঙ্গে শিকলে বেঁধে রাখার অভিযোগ উঠেছে তার দুই ভাইয়ের বিরুদ্ধে।
বুধবার (৯ মার্চ) দুপুরে উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলাবাড়ি এলাকার হাজি বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ এসে তাকে ছাড়িয়ে নেয়। প্রবাসী তাহের মিয়া মৃত হাজি রুস্তম আলীর ছেলে।
প্রবাসী মো. তাহের মিয়া বলেন, ‘মালয়েশিয়ান মেয়েকে বিয়ে করে সেখানে স্থায়ীভাবে বসবাস করে আসছি। আমাদের দুটি ছেলে সন্তান রয়েছে। মালয়েশিয়া থেকে ১০ মাস আগে ছুটিতে দেশে আসি। দীর্ঘদিন দেশে থাকায় আমার সঙ্গে থাকা অর্থ শেষ হয়ে যায়। পরিবারের কাছে ফিরে যেতে ভিসা প্রসেসিং ও টিকিট কেনার টাকার প্রয়োজন। এ জন্য বড় ভাই বাচ্চু মিয়া ও ছোট ভাই জামানের কাছে পৈত্রিক সম্পত্তির ভাগ চাই। কিন্তু তারা বিভিন্ন অজুহাত দেখিয়ে সম্পত্তি দিচ্ছে না।’
তাহের মিয়া অভিযোগ করে বলেন, ‘আজ সকালে বড় ভাই ও ছোট ভাই মিলে আমাকে মানসিক রোগী বলে পায়ে শিকল দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখে। পৈত্রিক সম্পত্তির প্রাপ্য অংশ বিক্রি করে পরিবার ও সন্তানদের কাছে ফিরে যেতে চাই। তাই প্রশাসনের কাছে আমার সম্পত্তির প্রাপ্য অংশ ফিরিয়ে দেওয়ার এবং আমাকে নির্যাতনের সুষ্ঠু বিচার দাবি করছি।’
এ বিষয়ে ফরিদপুর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মো. শাহ আলম মিয়া জাগো নিউজকে বলেন, ‘বাবার সম্পত্তির ভাগ নিয়েই ভাইদের মধ্য দ্বন্দ্ব চলছিল। প্রবাসী তাহের মিয়া তার ভাগের সম্পত্তি আগেও বিক্রি করে গেছে বলে শুনেছি। তবে এখন আবার সম্পত্তির দাবি করায় ভাইয়েরা তাকে গাছের সঙ্গে শিকল দিয়ে বেঁধে রাখে । কেউ জানতে চাইলে তারা বলে তার ভাইয়ের নাকি মানসিক সমস্যা রয়েছে।’
ইউপি সদস্য আরও বলেন, ‘তাহের মিয়া যদি তার ভাগের সম্পত্তির সঠিক কাগজপত্র দেখাতে পারে তাহলে তার প্রাপ্য অংশ বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করবো।’
শিকলে বেঁধে রাখার বিষয়ে প্রবাসী তাহেরের তার ছোট ভাই মো. জামান মিয়া বলেন, ‘পরিবারের কাছে ফিরে যেতে টাকা না থাকায় আবার বাবার সম্পত্তির অংশ দাবি করছেন তিনি। আজ দুপুরে বসতবাড়ির একটি ঘর দা দিয়ে কুপিয়ে ভেঙে দিয়েছেন। পরে আমাদের মারারা জন্য তেড়ে আসেন। এ সময় বড় ভাই বাচ্চু মিয়াসহ আমি তাহের ভাইকে বাড়ির উঠানে গাছের সঙ্গে শিকল দিয়ে বেঁধে রাখি। পরে থানা পুলিশ এসে ছাড়িয়ে দেয়। পুলিশ আমাদের বলে যায় ইউপি চেয়ারম্যান বিষয়টি মীমাংসা করবেন।’
এ বিষয়ে বাচ্চু মিয়া বলেন, ‘আমার ছোট ভাই মালয়েশিয়ায় বিয়ে করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। দশ মাস আগে ছুটিতে দেশে আসে। এর আগেও কয়েকবার ছুটিতে দেশে এসে বাবার সম্পত্তির তার পাওনা অংশ বিক্রি করে গেছেন। তার আর কোনো সম্পত্তি পাওনা নেই।’
এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.গোলাম মোস্তফা জানান, প্রবাসী ভাইকে গাছের সঙ্গে শিকল দিয়ে বেঁধে রাখার খবরে পুলিশ পাঠানো হয়। পুলিশ গিয়ে তাহের মিয়াকে উদ্ধার করে। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসজে/জিকেএস