জয়পুরহাটে পদবঞ্চিতদের সঙ্গে ছাত্রদল-যুবদল নেতাকর্মীদের সংঘর্ষে অন্তত ১১ জন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার (১০ মার্চ) রাতের শহরের রেলগেট এলাকায় বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক রেজভী আহম্মেদ (৩২), যুবদল নেতা রাজীব আহম্মেদ (৩৪) ও আইজুল ইসলাম; জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান (৩২), জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আহাদ হোসেন (২৪), অপর যুগ্ম-আহ্বায়ক সাগর চৌধুরী (২২), সদর থানা ছাত্রদলের সদস্য মেহেদি হাসান (৩০) ও জয়পুরহাট শহর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক শাহরিয়ার কবীর তামীম (২৫); স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আলীফ (২৬), সাবেক ছাত্রদল নেতা সম্পদ (২৫) ও ইমন (২৬)।
আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রেজভী, আমিনুর ও মেহেদীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ শামসুল হক অভিযোগ করেন, দলের কোনো পদে না থাকলেও যুবদল ও ছাত্রদলের সাবেক নেতাকর্মী বলে দাবী করেন রুহুল আমীন ফারুখ, সম্পদ, আলীফ, ইমনসহ বিভিন্ন স্তরের ১২-১৪ জন যুবক। এ নিয়ে প্রতিবাদ করায় বিএনপি কার্যালয়ের সামনে তারা যুবদল-ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা করে পালিয়ে যান।
তবে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি হাসানুজ্জামান তুষার জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করাকে কেন্দ্র করে দুই পক্ষে মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান জানান, ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে করে। মামলার পর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
রাশেদুজ্জামান/আরএইচ/জিকেএস