দেশজুড়ে

নারী সহকর্মীকে যৌন হয়রানি, কারাগারে দুই মেম্বার

বগুড়ায় এক নারী সহকর্মীকে যৌন হয়রানির অভিযোগে দুই পুরুষ মেম্বারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। সোমবার (১৪ মার্চ) দিনগত রাত ১২টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার দুই ইউপি মেম্বার হলেন-বগুড়া সদরের নামুজা ইউনিয়নের মেম্বার রুবেল মিয়া ও বজলুর রশিদ।

মামলা সূত্রে জানা যায়, রোববার (১৩ মার্চ) বিকেলে নামুজা ইউনিয়ন পরিষদের হলরুমে টিসিবির কার্ড নিয়ে মেম্বারদের আলোচনা চলছিল। আলোচনা সন্ধ্যার আগেই শেষ করে অন্য সদস্যরা চলে গেলেও রুবেল মিয়া ও বজলুর রশিদ সেখানে বসেছিলেন। এসময় রুবেল মিয়া ওই নারী ইউপি মেম্বারকে হলরুমে ডেকে নেন। এক পর্যায়ে তাকে মার্কেট করার জন্য টাকার প্রলোভন দিয়ে জাপটে ধরেন। তখন ওই নারী ইউপি মেম্বার চিৎকার দিলে তাকে ছেড়ে দেন। এ ঘটনায় ওইদিন রাতেই সদর থানায় মামলা করেন ওই নারী। পরে আসামিদের গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার (১৫ মার্চ) বিকেলে তাদের কারাগারে পাঠানো হয়।

ওসি সেলিম রেজা জানান, গ্রেফতার দুই ইউপি মেম্বারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এসআর/এএসএম