দেশজুড়ে

বসতঘরে আগুন লেগে ঘুমন্ত শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের ভৈরবে বসতঘরে আগুন লেগে তিন বছর বয়সী এক ঘুমন্ত শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৬ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বাঁশগাড়ি গ্রামের মুন্সিবাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম তাহিয়া বেগম। সে উপজেলার গজারিয়া ইউনিয়নের বাঁশগাড়ির মুন্সিবাড়ির দুলাল মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানান, দুপুরে বসতঘরের পাশে রান্না করার সময় চুলা থেকে আগুনের সূত্রপাত। পরে আগুন বেড়ায় লেগে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। ওই ঘরেই ঘুমিয়ে ছিল শিশু তাহিয়া বেগম। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।

ঘরের ভেতরে থাকা শিশু তাহিয়া বেগমকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ভৈরব নদীঘাট ফায়ার সার্ভিসের টিম লিডার মোবারক হোসেন জানান, আগুন এখন নিয়ন্ত্রণে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি। ঘরের ভেতর ঘুমিয়ে থাকা তিন বছরের এক শিশু আগুনে পুড়ে মারা গেছে।

এসআর/এএসএম