দেশজুড়ে

নাটোরে ২ পুলিশ সদস্যকে পিটিয়েছে যুবলীগ নেতাকর্মীরা

নাটোরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করেছে যুবলীগ নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা আওয়ামী লীগের কার্যালয় সংলগ্ন স্থানে এ ঘটনাটি ঘটে।

এ ঘটনায় নাদিম, জাকির, ময়েন ও সাগর নামের চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আহতরা হলেন- কনস্টেবল হাসিব উদ্দিন ও সেলিম হোসেন। তারা দুজন নাটোর পুলিশ লাইনসে কর্মরত রয়েছেন।

নাটোর পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, পুলিশ লাইন থেকে মোটরসাইকেলে করে তারা শহরে শহরে যাচ্ছিলেন। শহরের কান্দিভিটা এলাকায় ভিড়ের মধ্যে পুলিশ সদস্যর মোটরসাইকেলের সঙ্গে নাদিম নামের একজনের মোটরসাইকেল ধাক্কা লাগে। পরে নাদিমসহ ৮-১০ জন সহযোগী পুলিশ সদস্যদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তারা দুই পুলিশ সদস্যকে পিটিয়ে ও ইট দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যান।

পরে স্থানীরা তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লব বলেন, হামলাকারীরা যুবলীগের কোনো পদধারী নেতা নয়। তবে তারা যুবলীগের সদস্য হিসাবে পরিচিত।

রেজাউল করিম রেজা/আরএইচ/জিকেএস