এনজিও থেকে ঋণ নিয়ে দুই মাস আগে একটি ব্যাটারিচালিত ভ্যান কেনেন যশোরের ঝিকরগাছার বাঁকড়া নজরুল ইসলাম। সেই ভ্যান চালিয়ে যা আয় হতো, তা দিয়েই পাঁচ সদস্যের সংসার চলছিল বৃদ্ধ নজরুলের।
তবে গত ১ মার্চ তার ভ্যানটি চুরি হয়ে যায়। একমাত্র আয়ের অবলম্বন হারিয়ে দিশেহারা হয়ে পড়েন নজরুল। একদিকে সংসারের খরচ চালাতে হিমশিম, অন্যদিকে কিস্তি পরিশোধের তাড়া।
তার এ দুর্দশার খবর জানতে পেরে এগিয়ে এসেছেন দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমান। শুক্রবার (১ এপ্রিল) তিনি নজরুল ইসলামকে একটি ব্যাটারিচালিত ভ্যান উপহার দিয়েছেন। এসময় নারী উদ্যোক্তা সালমা খাতুন মনি উপস্থিত ছিলেন।
নজরুল ইসলাম বলেন, ‘দুই মাস আগে কিস্তি তুলে ভ্যানটি কিনেছিলাম। ঘটনার দিন ভ্যান রেখে বাজার করতে গিয়েছিলাম। বাজার থেকে ফিরে এসে দেখি ভ্যান নেই। তালা ভেঙে কে বা কারা চুরি করে নিয়ে গেছে।’
তিনি বলেন, ‘আমার সংসারে তিন মেয়ে ও স্ত্রী। রোজগার করতাম কেবল আমি। ভ্যান চালিয়ে যা আয় হতো, তাই দিয়ে সংসার চালিয়ে নিতাম। কিস্তির টাকাও পরিশোধ করতে শুরু করেছিলাম। তবে ভ্যান হারিয়ে যাওয়ায় আমি দিশেহারা হয়ে পড়েছিলাম।’
উদ্ভাবক মিজানুর রহমান বলেন, ‘নজরুল ইসলামের ভ্যান চুরি ও তার কষ্টে জীবনযাপনের বিষয়টি নজরে এলে যশোরের নারী উদ্যোক্তা সালমা খাতুন মনিসহ অনেকের সহযোগিতায় একটি ভ্যান কিনে তাকে উপহার দিয়েছি।’
মো. জামাল হোসেন/এএএইচ