দেশজুড়ে

নওগাঁয় ৩৫ কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

নওগাঁর মহাদেবপুরে ৭০ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তিসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার সুলতানপুর দক্ষিণ পালপাড়া থেকে মূর্তিটি উদ্ধার করে একটি বিশেষ গোয়েন্দা সংস্থা।

আটকরা হলেন- উপজেলার বোবাতোরা গ্রামের মৃত শম্ভু চন্দ্র আচার্য ছেলে সুমন আচার্য (৩০), সুলতানপুর গ্রামের মৃত বিষ্ণু প্রামাণিকের ছেলে মনি মণ্ডল (২৫) ও তাতারপুর সরকার পাড়া গ্রামের প্রকাশ চন্দ্র সরকারের ছেলে রকি (১৯)।

ওই গোয়েন্দা সংস্থার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার সুলতানপুর দক্ষিণ পালপাড়ার গণেশ পালের বাড়ি থেকে ৭০ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৩৫ কোটি টাকা। এসময় মূর্তি পাচার চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আজম বলেন, এ ঘটনায় মামলা দিয়ে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

আব্বাস আলী/আরএইচ/এএসএম