বিনোদন

ওয়ার্ল্ড মুসলিমা ফাতমা

মিস ওয়ার্ল্ডের পাল্টা মুসলিম বিশ্বের নারীদের নিয়ে আয়োজিত ওয়ার্ল্ড মুসলিমার মুকুট জয় করেছেন তিউনিসিয়ার মেয়ে ফাতমা বেন গুয়েফ্রাচে।এবারের আয়োজনটি বসেছিল ইন্দোনেশিয়ার জাকার্তায়। প্রতিযোগিতায় ১৮ জনকে পেছনে ফেলে মুকুট জিতে নিয়েছেন তিনি। নাম ঘোষণার পর কান্না জড়িত কণ্ঠে তিনি প্রতিক্রিয়ায় জানান, `আল্লাহ যেন আমার সহায় হন, ফিলিস্তিনি ও সিরিয়ার জনগণকে মুক্ত করুন।`২৫ বছর বয়সী এই নারী পেশায় একজন কম্পিউটার বিজ্ঞানী। পুরস্কার হিসেবে তিনি পাবেন একটি সোনার ঘড়ি, ডিনার পার্টির আমন্ত্রণ, হজে অংশগ্রহণ করার সুযোগ।ওয়ার্ল্ড মুসলিমা অ্যাওয়ার্ড প্রথম মানুষের মধ্যে আলোচনায় আসে ২০১৩ সালে। ঐ বছর ইন্দোনেশিয়ার বালিতে মিস ওয়ার্ল্ডের প্রতিবাদ হিসেবে প্রথমবারের মত এই আয়োজন করা হয়েছিল। প্রতিবাদের মুখে সেবার `বিকিনি কনটেস্ট`কে প্রতিযোগিতা থেকে বাদ দেয়া হয়েছিল।