দেশজুড়ে

সকালে মানববন্ধন, রাতে কুংফু নাসির গ্রেফতার

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা সমুদ্র বন্দরের জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের কাছ থেকে চাঁদা দাবি এবং হামলার ঘটনায় অভিযুক্ত সন্ত্রাসী নাসির উদ্দিন ওরফে কুংফু নাসিরকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। সোমবার রাতে শহরের শিশুপার্ক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে চাঁদাবাজি ও নির্যাতনের শিকার রফিক প্যাদা বাদী হয়ে নাসির উদ্দিন ওরফে কুংফু নাসিরসহ মোট তিনজনের নাম উল্লেখ করে পটুয়াখালী সদর থানায় মামলা করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, পটুয়াখালী শহরের নাসির উদ্দিন, এজাজ হোসেন, আতাউলসহ ৫ থেকে ৬ জনের একটি গ্রুপ শহরে চাঁদাবাজিসহ মানুষকে জিম্মি করা এবং অনৈতিক কাজ করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গত ১০ এপ্রিল দুপুরের পর জেলা প্রশসক কার্যালয়ের জমি অধিগ্রহণের কাজে আশা রফিক প্যাদাকে জেলা প্রশাসকের কার্যালয়ের পশ্চিম পাশের গেটে নিয়ে আসামিরা চার লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে জমি অধিগ্রহণের টাকা নিতে পারবে না বলেও জানান। এমন সময় আসামিরা রফিক প্যাদার পকেট থেকে ৮০ হাজার টাকা ছিনিয়ে নেন। সে সময়ে তাকে মারধর করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় সোমবার সকালে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রফিক প্যাদাসহ কলাপাড়া উপজেলার লালুয়া এলাকার বিভিন্ন সময় হয়রানির শিকার ভুক্তভোগীরা মানববন্ধন করেন। পরবর্তীতে পটুয়াখালী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করা হয়।

আব্দুস সালাম আরিফ/এফএ/জেআইএম