দেশজুড়ে

পটুয়াখালীর ব্যবসায়ী শিবু লাল দাস চালকসহ উদ্ধার

পটুয়াখালী শহরের অপহৃত ব্যবসায়ী শিবু লাল দাসকে তার গাড়িচালকসহ উদ্ধার করেছে পুলিশ। রাত পৌনে ১১টার দিকে শহরের এসপি কমপ্লেক্স শপিংমলের আন্ডারগ্রাউন্ড থেকে তাকে উদ্ধার করা হয়েছে।

উদ্ধারের পর শিবু লাল দাস ও তার গাড়িচালক মিরাজকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে অপহরণ ও উদ্ধারের বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

এর আগে সোমবার রাতে গলাচিপা উপজেলা থেকে পটুয়াখালী শহরে ফেরার পথে তিনি অপহরণের শিকার হন। পরবর্তীতে তার পরিবারের কাছে ২০ কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়।

এমএইচআর