দেশজুড়ে

নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি নওগাঁ জেলা শাখার ছয় সদস্যবিশিষ্ট আংশিক কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আবু বক্কর সিদ্দিক নান্নুকে আহ্বায়ক ও বায়েজিদ হোসেন পলাশকে সদস্য সচিব করা হয়েছে।

শুক্রবার (১৫ এপ্রিল) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

কমিটির অন্য সদস্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম টুকু, রেজাউল ইসলাম রেজু, আমিনুল হক বেলাল এবং শফিউল আজম রানা।

২০১৯ সালে ১৮ মে মাস্টার হাফিজুর রহমানকে জেলা বিএনপির আহ্বায়ক করে ৩৯ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছিল। শুক্রবার সেই আহ্বায়ক কমিটি বিলুপ্তি ঘোষণা করে নতুন কমিটি গঠন করা হয়।

আব্বাস আলী/এমআরআর/এএসএম