দেশজুড়ে

সুন্দরবনের শেওলা নদীতে টুরিস্ট লঞ্চ ডুবি

পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জের হরিণটানার শেওলা নদীতে এমভি সাইদুল নামে একটি পর্যটক লঞ্চ ডুবে গেছে। সোমবার ভোরে লঞ্চ ডুবির এ ঘটনা ঘটে। তবে এ সময় জাহাজে কোনো পর্যটক ছিলেন না। লঞ্চে থাকা ১০ জন স্টাফ সাতঁরিয়ে কুলে উঠতে সক্ষম হয়। পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আমির হোসেন চৌধুরী জাগোনিউজকে বলেন, ডুবে যাওয়া লঞ্চটি পিরোজপুরের ভাণ্ডারিয়ায় যাত্রী নামিয়ে দিয়ে খুলনায় যাত্রী আনার উদ্দেশ্যে যাচ্ছিল। ভোরে হরিণটানা এলাকার শেওলা নদীর ডুবোচরে আটকে যায় লঞ্চটি। ডুবো চরের ধাক্কায় লঞ্চের তলা ফেটে যায়। এরপরই লঞ্চটি ডুবে যায়। এ সময় লঞ্চের চালক ও অন্যান্য কর্মীরা সাঁতরিয়ে তীরে উঠে আসে। এ ঘটনায় কেউ আহত, নিহত বা নিখোঁজ নেই। 

লঞ্চটি উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান তিনি।