পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে ফের ভেসে এসেছে প্রায় ৩৫ কেজি ওজনের একটি মৃত মা কচ্ছপ। এটির শরীরের সামনের অংশে আঘাতের চিহ্ন রয়েছে। মুখ ও পা অর্ধগলিত অবস্থায় দেখা গেছে।
শনিবার (১৬ এপ্রিল) রাত ৯টার দিকে জোয়ারে সৈকতের ঝাউবন পয়েন্ট এলাকায় এটি ভাসতে দেখে ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দেয় স্থানীয়রা।
ডলফিন রক্ষা কমিটির সদস্য আবুল হোসেন রাজু জানান, জেলেদের জালের আঘাত কিংবা বড় কোনো ফিশিং বোটের ধাক্কায় এটির মৃত্যু হতে পারে। কচ্ছপটি আরও দুই-তিন দিন আগে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওই এলাকায় গিয়ে কচ্ছপটি উদ্ধার করা হয়।
কেএম বাচ্চু নামের আরেক সদস্য জানান, দেখে মনে হয়েছে এটি মা কচ্ছপ। সাধারণত এ সময়ে ডিম পাড়ার জন্য গভীর সমুদ্র থেকে উপকূলে ভেসে আসে মা কচ্ছপ। রোববার এটিকে মাটিচাপা দেওয়া হবে।
ওয়ার্ল্ড ফিশ বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি জাগো নিউজকে জানান, এটি মূলত জলপাইরাঙা সাগর কাছিম প্রজাতির কচ্ছপ। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে লিপিডোসিলাস ওলিভেসা। এসব কচ্ছপ গভীর সাগরে বিচরণ করে। তবে এ মৌসুমের অমাবস্যা এবং পূর্ণিমায় ডিম পাড়তে উপরের দিকে চলে আসে।
পটুয়াখালী জেলা বন বিভাগের সহকারী বন সংরক্ষক তারিকুল ইসলাম জানান, কচ্ছপটি মাটিচাপা দেওয়ার জন্য বনকর্মীদের বলা হয়েছে। কচ্ছপের মৃত্যুর রহস্য উন্মোচনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে অনুরোধ জানানো হয়েছে।
এ বছর কুয়াকাটা সৈকতে এটি নিয়ে সাতটি মৃত কচ্ছপ ভেসে এসেছে। পরে এগুলো মাটিচাপা দেওয়া হয়েছে।
আসাদুজ্জামান মিরাজ/আরএইচ/এমএস