দেশজুড়ে

তাসপিয়া হত্যায় অস্ত্রের জোগানদাতা জুয়েল গ্রেফতার

নোয়াখালীর বেগমগঞ্জের হাজীপুরের আলোচিত শিশু তাসপিয়া হত্যার ঘটনায় অস্ত্রের জোগানদাতা সাকায়েত উল্যাহ জুয়েলকে (২৯) অস্ত্রসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২৩ এপ্রিল) দিনগত রাত সোয়া ২টায় গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় হাজীপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সাকায়েত উল্যাহ জুয়েল বেগমগঞ্জ উপজেলার ১১ নম্বর দুর্গাপুর ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের বজু মিকার বাড়ির মৃত হাবিব উল্যাহর ছেলে।

শনিবার রাত পৌনে ৩টায় জুয়েলের দেখানো দুর্গাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সোলাইমানের পরিত্যক্ত বসতঘর (আসামিদের অপকর্মের আস্তানা) থেকে দুটি কিরিছ, একটি রামদা এবং তাসপিয়া হত্যার পলাতক আসামি একই গ্রামের বাদশা মিয়ার বসতঘর থেকে একটি পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ জব্দ করা হয়।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম রোববার (২৪ এপ্রিল) দুপুরে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শিশু তাসপিয়া হত্যা মামলায় গ্রেফতার প্রধান আসামি রিমন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে জুয়েলের কাছ থেকে ২০ হাজার টাকায় অস্ত্র ভাড়া নিয়ে তাসপিয়া ও তার বাবা আবু জাহেরকে গুলি করেছে বলে স্বীকারোক্তি দিয়েছেন।

নোয়াখালী ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জাগো নিউজকে বলেন, এ ঘটনায় গ্রেফতার সাকায়েত উল্যাহ জুয়েল ও তাসপিয়া হত্যা মামলার পলাতক আসামি বাদশা মিয়ার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

গত ১৩ এপ্রিল বিকেলে বেগমগঞ্জ উপজেলার হাজিপুর ইউনিয়নে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয় বাবার কোলে থাকা শিশু জান্নাতুল ফেরদাউস তাসপিয়া। গুলিবিদ্ধ হন শিশুটির বাবা সৌদি প্রবাসী মাওলানা আবু জাহেরও।

ঘটনার পরদিন ১৪ এপ্রিল তাসপিয়ার খালু হুমায়ুন কবির বাদী হয়ে রিমন, মহিন, বাদশাসহ ১৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে বেগমগঞ্জ মডেল থানায় হত্যা মামলা করেন। মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশের জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়েছে।

ইকবাল হোসেন মজনু/এফএ/এমএস