বাবার কোলে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু, গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৪:২১ পিএম, ১৪ এপ্রিল ২০২২
গুলিতে নিহত শিশু জান্নাতুল ফেরদাউস তাসপিয়া

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে শিশু জান্নাতুল ফেরদাউস তাসপিয়া (৪) নিহত হওয়ার ঘটনায় থানায় হত্যা মামলা করা হয়েছে। মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৩ এপ্রিল) দিনগত রাত থেকে সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এর আগে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে নিহত শিশু তাসপিয়ার চাচা হুমায়ুন কবির মামলাটি করেন। মামলা নম্বর ২৪।

মামলায় লক্ষ্মীনারায়ণপুরের দানিশ ব্যাপারী বাড়ির মৃত মমিন উল্যাহর ছেলে রিমনকে (২৫) প্রধান আসামি করে আরও ১৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তবে মামলার স্বার্থে তাদের নাম বলা যাচ্ছে না। পরে বিস্তারিত জানানো হবে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

এরআগে বুধবার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় বেগমগঞ্জের পূর্ব হাজীপুর গ্রামের মালেকার বাপের দোকানের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

জমির মাটি কাটা নিয়ে সেখানে দুই পক্ষের সংঘর্ষ হয়। সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এসময় শিশুসন্তান তাসপিয়াকে কোলে নিয়ে ঘটনাস্থলে ছিলেন প্রবাসী জাহের। গুলিতে তিনিসহ তার শিশুকন্যা তাসপিয়া গুলিবিদ্ধ হন

পরে তাদের উদ্ধার করে নোয়াখালী থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে রাত সাড়ে ৮টায় শিশু তাসপিয়া কুমিল্লায় মারা যায়। বাবা আবু জাহের বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন।

ইকবাল হোসেন মজনু/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।