নাটোরে ট্রেনে কাটা পড়ে সাহারা বেগম (২২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেলে শহরের হুগোলবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সাহারা বেগম নওগাঁর রানীনগর উপজেলার আবাদপুকুর গোবিন্দপুর গ্রামের ইব্রাহীম আলীর মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধারর করে। এ বিষয়ে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
নাটোর সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এনায়েত সরকার বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
রেজাউল করিম রেজা/আরএইচ/জিকেএস