পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে এবার সাত ফুট দৈর্ঘ্য ও দুই ফুট প্রস্থের পরপয়েজ প্রজাতির একটি মৃত অর্ধগলিত ডলফিন ভেসে এসেছে।
মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় সৈকতের মাঝি বাড়ি পয়েন্টে এটি দেখতে পান ডলফিন রক্ষা কমিটির সদস্যরা। পরে তারা বন বিভাগ ও ব্লুগার্ডের সদস্যদের খবর দেন।
ডলফিন রক্ষা কমিটির সদস্য কেএম বাচ্চু জানান, এটি তিন থেকে চারদিন আগে মারা যেতে পারে। ডলফিনটির শরীরের চামড়া অনেকটা উঠে গেছে। এছাড়া পেটের নিচের অংশ ফেটে গেছে। ধারণা করা হচ্ছে, গভীর সমুদ্রের জেলেদের জালের আঘাতে এটির মৃত্যু হয়েছে।
ওয়ার্ল্ড ফিশের (ইকোফিশ) সহকারী জীববৈচিত্র্য গবেষক সাগরিকা স্মৃতি বলেন, ‘ডলফিন মূলত বিভিন্ন প্রজাতির মাছ খেয়ে বেঁচে থাকে। এগুলো হয়তো মাছের সঙ্গে তীরের দিকে চলে আসতে পারে। কারণ অধিকাংশ প্রজাতির মাছই এ সময় ডিম দিতে উপকূলের কাছাকাছি চলে আসে। তবে এভাবে একের পর এক ডলফিনের মৃত্যুতে আমরা উদ্ধিগ্ন। মৃত্যুর রহস্য উন্মোচন করা দরকার।’
পটুয়াখালী জেলা বন বিভাগের সহকারী বন সংরক্ষক তারিকুল ইসলাম জানান, মৃত ডলফিনটিকে মাটিচাপা দিতে বনকর্মীদের বলা হয়েছে। মৃত্যুর রহস্য উন্মোচনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এ নিয়ে চলতি বছর মোট সাতটি মৃত ডলফিন সৈকতে ভেসে এলো।
আসাদুজ্জামান মিরাজ/এসআর/জেআইএম