দেশজুড়ে

জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইকে খুন

খুলনার তেরখাদা উপজেলার আদালতপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে চাচাতো ভাইয়ের হাতে খুন হয়েছেন বাবুল শেখ (৫০) নামে এক ব্যক্তি।

বুধবার (৪ মে) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। নিহত বাবুল শেখ আদালতপুরের রাইজোল শেখের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চাচাতো ভাই মুকুলের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলছিল বাবুলদের। এরই সূত্র ধরে বুধবার মুকুল কোচ (মাছ ধরার দেশীয় যন্ত্র) দিয়ে বাবুলের মাথায় আঘাত করেন। ঘটনার পর এলাকাবাসী এগিয়ে গেলে মুকুল পালিয়ে যান।

গুরুতর আহত অবস্থায় বাবুলকে তেরখাদা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হত্যাকারীদের ধরার জন্য অভিযান শুরু হয়েছে।

আলমগীর হান্নান/এফএ/এমএস