লালমনিরহাটের হাতীবান্ধায় চাচার সঙ্গে ঘুরতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় মামুন হোসেন (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় চাচা রিয়াজ হোসেন (৩৫) আহত হয়েছেন। তিনি হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
বৃহস্পতিবার (৫ মে) দুপুরে উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের সামনে বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মামুন হোসেন পাটগ্রাম পৌরসভার সোহাগপুর এলাকার মালেকুল ইসলামের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুপুরে মোটরসাইকেলে চাচা রিয়াজ হোসেনের সঙ্গে পাটগ্রাম থেকে রংপুর ঘুরতে যাচ্ছিলেন মামুন। পথে হাতীবান্ধা সাব-রেজিস্ট্রার অফিসের সামনে বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কে একটি বাইসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা দুজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন।
হাতীবান্ধা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রবিউল হাসান/এসআর/জিকেএস