দেশজুড়ে

বান্দরবানে পর্যটন খাতে ৫ দিনে আয় আড়াই কোটি

ঈদের ছুটিতে যান্ত্রিকতা ও কর্মব্যস্ততা ভুলে প্রকৃতির পরশে অবকাশযাপনে পাহাড় কন্যা খ্যাত বান্দরবানে ভিড় জমিয়েছিলেন অসংখ্য পর্যটক। এতে পর্যটকনির্ভর ব্যবসায়ীদেরও আয় হয়েছে আশানুরূপ। ঈদের দ্বিতীয় ৪ মে থেকে ৮ মে পর্যন্ত আয় হয়েছে প্রায় আড়াই কোটি টাকা।

সোমবার (৯ মে) জেলা সদর উপজেলার সরকারি ও বেসরকারি পর্যটন সংশ্লিষ্ট থেকে এসব তথ্য পাওয়া যায়।

তাদের দেওয়া তথ্যমতে, বান্দরবানের জনপ্রিয় পর্যটন স্পট নীলাচল ও মেঘলা এ দুই স্পটে ঈদ পরবর্তী পাঁচ দিনে সাড়ে ২৯ হাজার পর্যটকের আগমন ঘটেছিল। এতে বান্দরবান জেলা প্রশাসন দ্বারা পরিচালিত এ দুই স্পট থেকে জনপ্রতি ৫০ টাকা হারে আয় হয়েছে ১৪ লাখ ৭৬ হাজার ৬৫০ টাকা।

বান্দরবান মেঘলা পর্যটন কেন্দ্রের টিকিট কাউন্টার ম্যানেজার শুভ দাশ জাগো নিউজকে বলেন, মেঘলা পর্যটন কেন্দ্রে গত পাঁচদিনে বিক্রিত প্রবেশ টিকেট অনুযায়ী ১০ হাজার ৮৩৩ জন পর্যটক ভ্রমণের জন্য প্রবেশ করেছেন।

নীলাচল পর্যটন কেন্দ্রের টিকিট কাউন্টারের দায়িত্বে থাকা সুমি ত্রিপুরা জাগো নিউজকে বলেন, এ কেন্দ্রে গত পাঁচদিনে বিক্রিত প্রবেশ টিকিট অনুযায়ী ১৮ হাজার ৫০০ জন পর্যটক প্রবেশ করেছেন।

হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম জাগো নিউজকে বলেন, এবার ঈদের ছুটিতে পর্যাপ্ত পর্যটকের আগমন হয়েছে বান্দরবানে। এর ফলে ৫, ৬ ও ৭ মেস্থানীয় হোটেলগুলোতে ব্যবসাও হয়েছে আশানুরূপ। ছোট বড় হোটেল মিলিয়ে সমিতির অন্তর্ভুক্ত ৬৫টি রয়েছে। গড়ে প্রায় ৭৭ হাজার টাকা হিসেবে তিন দিনে প্রায় দেড় কোটি টাকা আয় হয়েছে।

বান্দরবান জিপ-মাইক্রোবাস মালিক সমিতির টিকিট কাউন্টারের দায়িত্বে থাকা মো. কামাল জাগো নিউজকে বলেন, ৪ মে থেকে ৮ মে পর্যন্ত ১ হাজার ১২৯টি পর্যটক বাহী টুরিস্ট গাড়ি বিভিন্ন পর্যটন স্পটের উদ্দেশ্যে স্টেশন ছেড়ে গেছে। প্রতি গাড়ি গড়ে ৪ হাজার ৫০০ টাকা হিসেবে প্রায় ৫০ লাখ ৮০ হাজার ৫০০ টাকার মতো আয় হয়েছে। বান্দরবান থ্রি-হুইলার মাহিন্দ্রাচালক সমিতির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দীন জাগো নিউজকে বলেন, সমিতির অন্তর্ভুক্ত প্রায় ৩০০ গাড়ি আছে। ৪ মে থেকে ৮ মে পর্যন্ত গড়ে ৬ হাজার টাকা হিসেবে প্রায় ১৮ লাখ টাকা আয় হয়েছে।

বান্দরবান জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং নীলাচল-মেঘলা পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কায়েছুর রহমান জাগো নিউজকে বলেন, এবারের ঈদের ছুটিতে নীলাচল ও মেঘলা পর্যটন কেন্দ্রে প্রচুর পর্যটকের আগমন ঘটেছে। আগত পর্যটকদের সার্বিক সুবিধা-অসুবিধার খবর রাখতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে ছিলেন। কোনো প্রকার অসুবিধা ছাড়াই আগত পর্যটকরা ভ্রমণ শেষ করে ফিরেছেন।

নয়ন চক্রবর্তী/এসজে/এএসএম