ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেলাহাটি গ্রামে টাইলসের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইউসুফ খান (২১) নামের এক তরুণ মৃত্যু হয়েছে।
বুধবার (১১ মে) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইউসুফ আলফাডাঙ্গা উপজেলার পাচুড়িয়া গ্রামের আফসার খানের ছেলে। তিন ভাই ও এক বোনের মধ্যে ইউসুফ সবার বড় ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সাতৈর ইউনিয়নের শেলাহাটি গ্রামের মৃত পুলিশ সদস্য রেজাউল করিমের বাড়িতে টাইলস ফিটিংয়ের কাজ করছিলেন ইউসুফ খান। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। সঙ্গে সঙ্গে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফাতেমা ইশরাত জাহান জাগো নিউজকে বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
এন কে বি নয়ন/এসআর/এএসএম