ফরিদপুরে পানিতে ডুবে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ মে) বিকেলে সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের মিলন পালের ডাঙ্গী গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম হোসাইন মিয়া। সে মাগুরা জেলা সদরের বাচ্চু মিয়ার ছেলে। তার মায়ের সঙ্গে ফরিদপুরে বিয়ের অনুষ্ঠানে বেড়াতে এসেছিল।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে সবাই যখন বিয়ের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত, এসময় বৃষ্টির মধ্যে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে মারা যায় সে।
শেখ সাহেব আলী জাগো নিউজকে বলেন, হোসাইন আমার বড় বোনের মেয়ের ছেলে। সম্পর্কে নাতি হয়। সবার অজান্তে বাড়ির পাশে পুকুরের ডুবে যায় সে।
নর্থ চ্যানেল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো. শফিউদ্দিন জাগো নিউজকে বলেন, পরিবারের সদস্যরা হোসাইনকে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে তার মরদেহ ভেসে ওঠতে দেখে।
এন কে বি নয়ন/জেডএইচ/