দেশজুড়ে

মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোচালকের মৃত্যু

মেহেরপুরে ব্যাটারিচালিত অটোতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সুমন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৫ মে) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সুমন ওই গ্রামের কুদ্দুস আলীর ছেলে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খাঁন জানান, সুমন তার অটোতে চার্জ দিচ্ছিলেন। এসময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে হাত স্পর্শ হলে তিনি মারাত্মক আহত হন। পরে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আসিফ ইকবাল/আরএইচ/জিকেএস