যশোর জেনারেল হাসপাতালে অসুস্থ স্বামীর শরীরে বিষাক্ত ইনজেকশন পুশ করে হত্যাচেষ্টার অভিযোগে স্ত্রীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মে) বেলা ১১টার দিকে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ঝিকরগাছা উপজেলার টাওরা গ্রামের নূর ইসলাম অসুস্থ হয়ে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার সকালে তার প্রথম স্ত্রী জয়গুন নেসা (৪৫) সিরিঞ্জ দিয়ে বিষাক্ত ওষুধ স্বামীর হাতের ক্যানোলার মধ্যে পুশ করার চেষ্টা করেন। এ সময় পাশের বেডের রোগীর স্বজনরা বিষয়টি সন্দেহজনক মনে করে দায়িত্বরত সেবিকাদের খবর দেন। এরপর তারা জয়গুন নেসাকে ধরে হাসপাতালে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের হাতে তুলে দেন।
পরে ঘটনাস্থলে পুলিশ ও সাংবাদিকরা এসে ওই নারীকে জিজ্ঞাসাবাদ করলে তিনি দোষ স্বীকার করে জানান, তিনি ঝিকরগাছার একটি দোকান থেকে বিষাক্ত ওই ওষুধ কিনে নিয়ে হাসপাতালে আসেন। সেই ওষুধ তিনি স্বামীর শরীরে ক্যানলার মাধ্যমে কৌশলে পুশ করে হত্যার চেষ্টা চালান। স্বামী নূর ইসলাম দ্বিতীয় বিয়ে করায় প্রতিনিয়ত সংসারে কলহ লেগে থাকতো। যার ফলে জয়গুন তার স্বামী নূর ইসলামকে হত্যার পরিকল্পনা করেন বলে জানান।
এদিকে, খবর পেয়ে পুলিশের মোবাইল টিম হাসপাতালে এসে জয়গুনকে হেফাজতে নিয়ে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালি থানায় নিয়ে যান।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, জয়গুন নামে এক নারীকে এ ধরনের অভিযোগে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
মিলন রহমান/কেএসআর