ক্রেতাদের জন্য ‘রাউটার ফেসটিভালে’ আকর্ষণীয় অফারের ঘোষণা দিয়েছে গ্লোবাল ব্র্যান্ড টোটোলিংক। বুধবার (২০ জানুয়ারি) থেকে রাজধানীর আগারগাঁওয়ের আইডিবি ভবনে ওই অফার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।এই অফারের আওতায় টোটোলিংকের যেকোনো রাউটার ক্রয়ে ক্রেতারা পাচ্ছেন একটি স্ক্র্যাচ কার্ড। স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে ক্রেতারা পেতে পারেন বাইসাইকেল, জেনফোন, হার্ডড্রাইভ, পাওয়ার ব্যাংক, সেলফি স্টিক, ইয়ারফোন, পেনড্রাইভ, স্পিকার এবং টি-শার্টসহ আরো আকর্ষণীয় সব উপহার।এছাড়া আইডিবি ভবনে চলছে সাত দিনব্যাপি সিটি আইটি ফেয়ার। এই মেলাতেও টোটোলিংকের অফারটি প্রযোজ্য থাকবে। অফারটি ৩১ জানুয়ারি পর্যন্ত শুধুমাত্র আইডিবি ভবনের জন্য কার্যকর থাকবে।আরএম/বিএ