দেশজুড়ে

খাগড়াছড়িতে বিএনপির সড়ক অবরোধে বিপাকে পর্যটকরা

খাগড়াছড়িতে চলছে বিএনপির ডাকা ২৪ ঘণ্টার সড়ক অবরোধ। অবরোধের ফলে খাগড়াছড়ি থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষসহ খাগড়াছড়ি ভ্রমণে আসা পর্যটকরা।

মঙ্গলবার (৭ জুন) সকাল ৬টা থেকে শুরু হওয়া বিএনপির এ সড়ক অবরোধে এখনো কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে জেলা ও উপজেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন আছে।

জেলা শহরের শাপলা চত্বর, চেঙ্গী স্কোয়ারসহ আশপাশের সড়কে অটোরিকশা ও মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও খাগড়াছড়ি থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো যানবাহন। বন্ধ রয়েছে সাজেকগামী পর্যটকবাহী পরিবহন।

অবরোধের ফলে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খাগড়াছড়ি ভ্রমণে আসা পর্যটকরা। যান চলাচল বন্ধ থাকায় পর্যটকদের সড়কের পাশে বসে থাকতে দেখা গেছে।

জেলা ও উপজেলা শহরে কোথাও অবরোধ আহ্বানকারীদের পিকেটিং চোখে না পড়লেও মঙ্গলবার সকালের দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক সড়কের বাইল্যাছড়ি জোড়াব্রিজ এলাকায় গাছ কেটে সড়ক অবরোধ করেন বিএনপির নেতাকর্মীরা। এছাড়াও বিভিন্ন সড়কে গাছের গুড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধের জানান দেন অবরোধকারীরা।

ঢাকা থেকে আসা পর্যটক মো. ইসমাইল বলেন, আমরা খাগড়াছড়ি ও সাজেক ঘুরতে এসেছি। সকালে এসেই অবরোধে আটকা পড়েছি। এখন সাজেক কাউন্টার থেকে গাড়ি যাচ্ছে না। সাজেক ভ্রমণে প্রশাসনের সহযোগিতা কামনা করেন এ পর্যটক।

সাজেকগামী পরিবহনের লাইনম্যান মো. আরিফ জানান, বিএনপির ডাকা অবরোধের ফলে সাজেকগামী সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। তাই সাজেকের উদ্দেশে কোনো গাড়ি যাচ্ছে না।

খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রশিদ জানান, অবরোধ চলাকালে যেন কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে, সেজন্য বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার বাড়িতে হামলা এবং বাড়ি-গাড়ি ভাঙচুরের প্রতিবাদে খাগড়াছড়ি জেলা বিএনপি মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা সড়ক অবরোধের ডাক দেয়।

মুজিবুর রহমান ভুইয়া/এফএ/জেআইএম