মেহেরপুরের গাংনী উপজেলায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের মৃত্যুর কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, একসঙ্গে আত্মহত্যা করেছে এ কিশোর দম্পতি।
মঙ্গলবার (৭ জুন) দুপুরে গাংনী উপজেলার দিঘলকান্দি গুচ্ছগ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
মৃত ব্যক্তিরা হলো মেহেরপুর সদর উপজেলার পাটকেলপোতা গ্রামের ইকতার আলীর ছেলে সাগর হোসেন (১৮) ও তার স্ত্রী চামেলী খাতুন (১৬)। চামেলী গাংনী উপজেলার দিঘলকান্দি গ্রামের কালুর মেয়ে।
স্থানীয় ও পরিবার সূত্র জানায়, প্রেমের সম্পর্কে জড়িয়ে এক বছর আগে চামেলীকে বিয়ে করে সাগর। মঙ্গলবার চামেলীর বাড়িতে তাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
চামেলীর মা হাফিজা খাতুনের ভাষ্য, ‘চামেলী বেশ কিছুদিন ধরে আমার বাড়িতে ছিলো। সোমবার (৬ জুন) দিনগত গভীর রাতে বাবার সঙ্গে ঝগড়া করে আমার বাড়িতে চলে আসে সাগর। দুপুরের দিকে সাগর ও চামেলী আমার কাছে রুটি খাওয়ার আবদার করে। বাড়িতে আটা না থাকায় দোকানে আটা কিনতে গিয়েছিলাম। ফিরে এসে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখি। এক পর্যায়ে প্রতিবেশীদের সহায়তা দরজা ভেঙে দেখা যায়, দুজন একই ওড়নায় ঝুলে রয়েছে। পরে নিশ্চিত হওয়া যায় দুজনই মৃত।’
এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি মর্গে পাঠানো হয়েছে। তাদের মৃত্যুর কারণ এখনো চিহ্নিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রকৃত কারণ জানা যাবে। আসিফ ইকবাল/এসআর/এমএস