রেলওয়েতে আউটসোর্সিং ও ঠিকাদারের মাধ্যমে জনবল নিয়োগের প্রতিবাদে মানববন্ধন করেছেন রাজবাড়ী রেলওয়ে সব-ডিভিশনের অস্থায়ী কর্মচারীরা।
বুধবার (১৫ জুন) বেলা ১১টার দিকে রাজবাড়ী রেলস্টেশন প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন, গেটকিটার জসিম উদ্দিন, রাজবাড়ী রেলওয়ে শ্রমিক জোটের সভাপতি পরিমল কুমার অধিকারী, সহ-সভাপতি আব্দুর বাতেন মিয়া, রেলওয়ে শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, গেটকিপার সনাতন কুমার বিশ্বাস, সজিব বিশ্বাস, ফুল মিয়া, পরিচ্ছন্নতাকর্মী রাবেয়া প্রমুখ।
জানা গেছে, রাজস্বখাতে আওতাভুক্ত হওয়ার আশায় বহু বছর ধরে রাজবাড়ী রেলওয়ে সাব-ডিভিশনের মেকানিক্যাল, ইঞ্জিনিয়ারিং, ট্রাফিক, সিগন্যাল, মেডিকেলসহ কয়েকটি শাখায় প্রায় তিন শতাধিক কর্মচারী অস্থায়ী ভিত্তিতে কাজ করে আসছেন। ২০১৭ সালের গেজেট অনুযায়ী তাদের তিন বছর কাজ করার পর রাজস্বখাতে স্থায়ী করার কথা ছিল। কিন্তু চলতি বছরের ৩০ মে এক প্রজ্ঞাপনে আউটসোর্সিং ও ঠিকাদারের মাধ্যমে আগামী ৩০ জুনের পর জনবল নিয়োগের কথা বলা হয়। ফলে রাজস্বখাতে স্থায়ী হতে আন্দোলন নেমেছেন রাজবাড়ী রেলওয়ে সাব-ডিভিশনের অস্থায়ী কর্মচারীরা।
রুবেলুর রহমান/এমআরআর/জেআইএম