রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আক্তার হোসেন মিলন জয়লাভ করেছেন।
বুধবার (১৫ জুন) সন্ধ্যায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা তানিয়া আক্তার এ ফলাফল ঘোষণা করেন।
এ সময় তিনি জানান, নৌকা প্রতীকের প্রার্থী আক্তার হোসেন মিলন ৩ হাজার ৪১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী বিপ্লব মারমা পেয়েছেন ২ হাজার ৬৬ ভোট।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দুজন, সংরক্ষিত নারী মেম্বার পদে ১৩ জন এবং সাধারণ মেম্বার পদে ২১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরই মধ্যে দুজন ইউপি মেম্বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এ ইউনিয়নে মোট ভোটার ১০ হাজার ১৬০ জন। যারমধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ৪৮৮ জন এবং নারী ভোটার ৪ হাজার ৬৭২ জন।
এসআর/জিকেএস