রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার আম্রপালি সারাদেশে বেশ সমাদৃত। নিজ জেলার চাহিদা মিটিয়ে পাঠানো হয় অন্যান্য জেলায়। অত্যন্ত সুস্বাদু হওয়ায় ক্রেতাদের কাছে আম্রপালির চাহিদা রয়েছে। ফলনও হয় অনেক। কিন্তু চলতি বছর কাপ্তাইয়ে আম্রপালির ফলন আশানুরূপ হয়নি। এজন্য হতাশ প্রান্তিক কৃষক ও মৌসুমি ফলবিক্রেতারা।
আম্রপালি বাগানের মালিক ও মৌসুমি ফল ব্যবসায়ী উদয় শংকর চাকমা জাগো নিউজকে বলেন, ‘এ বছর আম্রপালি আমের ফলন ভালো হবে বলে আশা করেছিলাম কিন্তু ফলন আশানুরূপ হয়নি। দামও কম। সবমিলিয়ে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।’
তিনি বলেন, গতবছর যেখানে প্রতি কেজি আম্রপালি ১০০ টাকা দরে বিক্রি হয়েছে, এবার দাম কমে হয়েছে ৬০-৭০ টাকা। যেগুলোর দাম ৫০ টাকা ছিল এবার তা ৩৫-৪০ টাকায় বিক্রি করতে হচ্ছে।
কাপ্তাইয়ের মৌসুমি ফলবিক্রেতা মো. দুলাল মিয়াও জানান, এ বছর কাপ্তাইয়ে আম্রপালির ফলন অনেক কম হয়েছে। তবে রুপালি, রাংগু এবং মল্লিকা জাতের আমের ফলন মোটামুটি ভালো হয়েছে।
কাপ্তাইয়ের তালুকদার সবুজ খামারের স্বত্বাধিকারী ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুন তালুকদার জানান, প্রতি বছরের মতো এবারও তার বাগানে প্রায় ২০ একর জমিতে আম্রপালি এবং রাংগু জাতের আমের চাষ করা হয়েছে। আম্রপালি জাতের আমের ফলন কম হলেও রাংগু জাতের আমের ফলন মোটামুটি ভালো হয়েছে বলে তিনি জানান।
কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সামসুল আলম চৌধুরী বলেন, আবহাওয়াজনিত কারণে বিশেষ করে অত্যধিক গরম পড়ায় এ বছর কাপ্তাইয়ে আম্রপালির ফলন কম হয়েছে।
এসআর/জিকেএস